বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সংবাদটির প্রতিবাদ
রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সংবাদটির প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :: (১০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫০মিঃ)গত ৪ ফেব্রুয়ারী ২০১৬ ইংরেজি তারিখে স্থানীয় দৈনিকসহ বেশকিছু পত্রিকায় রাঙামাটিতে চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে মর্মে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে কথিত নবগঠিত কমিটির সদস্য বিপ্লব চাকমা, দিব্য আলো চাকমা, জয়তু চাকমা, সুশোভা চাকমা, প্রমিত চাকমা, প্রভাময় চাকমা, মৌটুসি চাকমা, জুবলি দেওয়ান, বহ্নি সাহা, রাখি ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, সুপংকর চাকমা, ও সুব্রত ত্রিপুরা৷ প্রতিবাদলিপিতে তারা জানান, গত ৪ ফেব্রুয়ারী শুক্রবার রাঙামাটি চারুশিল্পী পরিষদের কোন ধরনের সভা অনুষ্ঠিত হয়নি৷ কথিত সভাপতি রেজাউল করিম রেজা রাঙামাটি চারুশিল্পী পরিষদের নামে তাদের পূর্ব অনুমতি ছাড়া ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেরণ করে মানবাধিকার লঙ্গন করেছেন৷ কথিত সভাপতি রেজাউল করিম রেজাকে রাঙামাটি চারুকলা একাডেমীর পরিচালনা পরিষদের ডেকোরাম লঙ্গন করায় এবং প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে অস্থায়ী সহকারী চিত্রাংকন শিক্ষক পদ থেকে অধ্যক্ষ মহোদয় অব্যাহতি প্রদান করায় কথিত সভাপতি চিত্রাংকনের সাথে জড়িত নয় এমন ধরনের ব্যক্তি বিশেষকে নিয়ে নাম সর্বস্ব ও আমাদের পুর্ব অনুমতি ছাড়া এবং রেজাউল করিম রেজা তার হীন স্বার্থ চরিতার্থে আমাদের নাম ব্যবহার করে রাতারাতি রাঙামাটি চারুশিল্পী পরিষদ নামে কথিত সংগঠন গঠন করেন৷ এধরনের সংগঠনের সাথে উপরে উল্লেখিত ব্যক্তিদের কোন ধরনের যোগাযোগ বা সম্পর্ক নাই বলে তারা দাবি করেন৷ তারা আরো বলেন, রেজাউল করিম রেজা একজন সাম্প্রদায়িকতা মনের মানুষ, সে রাঙামাটি পার্বত্য জেলার একমাত্র সৃষ্টিশীল প্রতিষ্ঠান রাঙামাটি চারুকলা একাডেমীর ক্ষতি সাধনের লক্ষে কুচক্রী একটি মহলকে সাথে নিয়ে কথিত রাঙামাটি চারুশিল্পী পরিষদ নামের সংগঠন সংবাদ মাধ্যমে উপস্থাপন করেছেন৷ তারা তাদের প্রতিবাদলিপিতে আরো উল্লেখ করেন, বনরুপায় এধরনের কোন সংগঠনের কার্যালয় আধৌ নাই৷ যাহার অস্তিত্ব সম্পুর্ণ বানোয়াট ও রেজাউল করিম রেজার মনগড়া৷ রাঙামাটি চারুশিল্পী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ভিতর অনেকেই চট্টগ্রাম, ঢাকা ও দেশের অন্যান্য জেলায় পেশাগত কারণে অবস্থান করছেন৷ এধরনের কোন সংগঠন রাঙামাটি পার্বত্য জেলায় আগে কখনো ছিলনা এবং বর্তমানও নাই বলে তারা তাদের প্রতিবাদলিপিতে উল্লেখ করেন৷