সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঔষধ সরবরাহ বন্ধরাখার প্রতিবাদে মানববন্ধন
ঔষধ সরবরাহ বন্ধরাখার প্রতিবাদে মানববন্ধন
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে ইসলামিয়া ফার্মিসি ও সোহাগ ক্লিনিক করোনা ভাইরাসের কারনে স্বল্পমূল্যে ঔষধ বিক্রয় করায় তাদের প্রতিষ্ঠানে স্থানীয় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঔষধ কোম্পানি গুলোকে চাপ প্রয়োগ করে ঔষধ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদ এবং সাংবাদিক আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহর এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় সাধারন জনতা ও সচেতন মহল এর ব্যানারে উপজেলার রাজাপুর প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ মিলে প্রায় ৮ শতাধিক লোক অংশগ্রহন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. শাহজাহন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মো. মানিক জোম্মাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল রহমান ডেজলিং তাদুকদার, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম জুয়েল প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মিসি থেকে এ উপজেলার মানুষ সহ পাশ্ববর্তী উপজেলা গুলোর মানুষও উপকৃত হচ্ছে। একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশে বার বার সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মিসির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রকারীদে প্রতিহত করতে আজ উপজেলা বাসী জেগেছে। অতিসত্ত্বর সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মিসিতে ঔষধ কোম্পানি গুলো তাদের ঔষধ সরবরাহ না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সাংবাদিক মো. আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ওপর হামলাকারীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।