সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার বিতরণ
রাউজানে ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার বিতরণ
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: করোনা উপসগসহ শ্বাসকষ্ট নিয়ে থাকা রাউজানের মানুষকে অক্সিজেন সাপোর্ট নিশ্চিত করতে এ বি ফজলে করিম চৌধুরী এমপি’র প্রতিশ্র“তি অনুসারে আজ ২২ জুন সোমবার বিভিন্ন ইউনিয়নে ১০০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫টি করে ও পৌরসভার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য দেয়া হয়েছে ৩০টি সিলিণ্ডার। একই সাথে সাসদের পক্ষে প্রতিটি ইউনিয়নে ভাগ করে দেয়া হয় সাত টন আম।
উল্লেখ্য, সুলতানপুর হাসপাতালের ২০টি বেড করোনা রোগিদের জন্য উপযোগি করেছেন এমপির ছেলে ফারাজ করিম চৌধুরী। প্রশাসনের সহযোগিতায় এই হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার হিসাবে করোনা রোগিদের সেবা দেয়া হবে। অক্সিজেন সিলিন্ডার অনুষ্ঠানে মোবাইল ফোনের বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা সি. সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন ইয়াছিন, রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নুর আলম দীন,রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, নোয়াপাড়ার প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, রাউজান পৌরসভার কাউন্সিলর শওকত হাসান, কাউন্সিলর আজাদ হোসেন, সেন্ট্রাল বয়েজ এর সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।