মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » কৃষি » রাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ
রাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ
রাউজান (উত্তর) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের প্রান্তিক কৃষকদের বাড়ি-ভিটায় সবজি চাষের জন্য উন্নতমানের বিভিন্ন জাতের বীজ সরবরাহ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা বাংলার মাটি খুবই উর্বর, তাই এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। সেই লক্ষ্যে কৃষি মন্রণালয়ের অধীনে গতকাল সোমবার ( ২২ জুন) রাউজান উপজেলার প্রতিটি ইউনিয়নের মতো বিনাজুরী ইউনিয়নেও নিরাপদ দূরত্ব বজায় রেখে সবজি বীজ বিতরণ করেছেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।
বিনাজুরী ইউনিয়নে ৩২ জন কৃষক লাল শাক, ডাটা শাক, পুই শাক, বেন্ডি, লাউ, বরবটি, বাংলা লাউসহ মোট ৭ রকমের বীজ ও সার বাবদ প্রায় দুই হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রণোদনা পেয়েছেন।
এসময় বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।