বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানকে বদলী করা হয়েছে।
২২ জুন সোমবার পাবনার সিভিল সার্জন অফিসের এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। তাকে বদলী করে পাবনা সদর উপজেলার আরএমও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
জানা গেছে, প্রশিক্ষণের বিল তৈরিকে কেন্দ্র করে গত বৃহম্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান এবং প্রধান সহকারী নূরুল ইসলামের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে উভয়েই অকথ্যভাষায় একে অপরকে গালিগালাজ করেন। এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। খবর পেয়ে ছুটে যান সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল। ওই ঘটনার প্রেক্ষিতে তাকে বদলী করা হয়েছে বলে চাটমোহরে গুঞ্জন উঠেছে।
এ ব্যাপারে বিদায়ী ইউএইচও ডা. শুয়াইবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে পাবনা সদরে বদলী করা হয়েছিল আমি স্টে-অর্ডার করে টাঙ্গাইল সদর হাসপাতালে যোগদান করেছি।
চাটমোহরে একই পরিবারের ৩ জনের করোনা
পাবনা :: পাবনার চাটমোহরে এবার একজন করে নয়, এক সাথে তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাও আবার একই পরিবারে।
একই পরিবারে ৩ জনের করোনা পজেটিভ। এ নিয়ে এ উপজেলায় মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। আর সুস্থ্য হয়েছে ৪ হন।
নতুন আক্রান্ত ব্যক্তিরা একই পরিবারের ৩ জন। তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চী (৩৫), তার স্ত্রী (২৬) ও ছেলে (১৩)। বর্তমানে দোলং এলাকায় ভাড়া বাসায় থাকেন এই পরিবার।
চাটমোহর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। ২২ জুন সোমবার তাদের ফলাফল পজিটিভ আসে। প্রথমদিকে বাবুর্চির ছেলের কিছু উপসর্গ থাকলেও বর্তমানে তারা ভাল আছেন।