বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা মহামারী প্রতিরোধে শহরের বিভিন্ন মোড়ে পথসভা
করোনা মহামারী প্রতিরোধে শহরের বিভিন্ন মোড়ে পথসভা
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা মহামারী প্রতিরোধে, গাইবান্ধার উদ্যোগে অবিলম্বে জেলা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন, গণহারে করোনা টেস্টের ব্যবস্থা, গাইবান্ধা জেলায় করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত সরকারি ত্রাণ এবং এ পর্যন্ত বরাদ্দকৃত ত্রাণের শ্বেতপত্র প্রকাশ, সকল এনজিও ও ক্ষুদ্রঋণ মওকুফ, করোনায় ক্ষতিগ্রস্থদের পর্যাপ্ত সরকারি খাদ্য, নগদ অর্থ সহায়তা, সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানসহ ১৩ দফা দাবিতে আজ ২৪ জুন বুধবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের ২নং রেলগেট, ১নং ট্রাফিক মোড়, পৌর শহিদ মিনার মোড়, পুরাতন ব্রিজ এবং বড় মসজিদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য জননেতা আমিনুল ইসলাম গোলাপ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাদস মার্কবাদী জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী, জাসদ (রব) এর জেলা সভাপতি লাসেন খান রিন্টু, কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ এর সহসভাপতি ফারুকুল ইসলাম, সাংস্কৃৃতিক সম্পাদক পুতুল রহমান, বহ্মপুত্র সড়ক ও সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. আশরাফ আলী, বাংলাদেশ অবিভাগীয় ডাককর্মচারী সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক প্রমূখ।