বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার পুড়ে ছাই
রাউজানে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার পুড়ে ছাই
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ২৪জুন বুধবার দেড়টা দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রাউজান রাবার বাগান এলাকার আবাসিক কোয়াটারে।
জানা যায়, রাউজান রাবার বাগানের ম্যানেজারের গাড়ী চালক কাজী তৌহিদুল আলমের আবাসিক কোয়াটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে, ভিতর থেকে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। খবর পেয়ে বেলা ২টার দিকে রাউজান ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। গৃহকর্তা তৌহিদুল আলমের স্ত্রী রুজী আক্তার জানান, বৈদ্যুতিক পাকা থেকে আগুনের সৃষ্টি হয়। তখন ছেলেকে নিয়ে কোন রকমে বাসা থেকে বাহির হয়ে প্রাণ রক্ষা করি। তিনি বলেন, বাসা থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। তার দাবি নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার পুড়ে যায়। এছাড়া ৭টি কাটের আলমারি, চারটি সেগুন গাছের বক্সকাটসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পৌর কাউন্সিলর, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন।