শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মাওলানা আব্দুল খালীকের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
মাওলানা আব্দুল খালীকের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: কানাইঘাটের প্রখ্যাত আলেম, সিলেটের ঐতিহাসিক পাঠানটুলা জামে মসজিদ সাবেক ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল খালীক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ২৭ জুন দুপুর ২ টায় কানাইঘাটের উমরগঞ্জ মাদ্রাসামাঠে জানাযা অনুষ্টিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হযরতের বড় ছেলে মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ।
আলহাজ্জ মাওলানা আব্দুল খালীক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জামেয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি সামছুল ইসলাম লস্কর, জামেয়া দারুল উলুম সিলেটের শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ চৌধুরী, সাপ্তাহিক ইউনানী কন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক ডা.আক্তার হোসেন, সাপ্তাহিক লস্কর বার্তা’র সম্পাদক ও প্রকাশক হাফিজুল ইসলাম লস্কর, মুফাসসিরে কোরআন সালমান আহমদ আফতাবী, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদের আহবায়ক মাওলানা রেজওয়ান আহমদ, মারকাযুল ক্বোরআন সিলেটের শিক্ষা-সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক এমরান আহমেদ, মাওলানা ছদরুল আমীন চৌধুরী প্রমুখ।
শোকবার্তায় তাহারা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বলেন, আলহাজ্জ মাওলানা আব্দুল খালীক ছিলেন সিলেটের পাঠানটুলা জামে মসজিদে দীর্ঘ ২৮ বছরের ইমাম, আলোকিত মানুষ গড়ার কারিগর। বয়োজোষ্ঠ এই আলেমের বিদায়ে আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। ‘তার মতো পরহেজগার, মুখলিস ও জনদরদী এই আলেম মনীষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আলহাজ্জ মাওলানা আব্দুল খালীক সাহেব শুক্রবার দিবাগত রাত (শনিবার ২৭ জুন) ২-৩০ মিনিটে ইন্তেকাল করেন। জানাজার নামাজের পর মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে সন্তানের জনক ছিলেন।