সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় বাজারে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি ২৫ লাখ
রামগড় বাজারে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি ২৫ লাখ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় কালাডেবা বাজারে মধ্যেরাতে অগ্নিকান্ড ঘটে । ভয়াবহ অগ্নিকান্ডে তাৎক্ষণিক ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা বাজারের দক্ষিণে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে কামাল উদ্দিন ও সেরাজুল হকের দুটি ঘরের ৯টি বাড়াটিয়া ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে ১টি ব্যাকারী, ২টি কীটনাশক, ১টি শেলুন, ১টি ফার্নিচার দোকান, ১ টি গোডাউন ও ১টি মুদি দোকান রয়েছে।
স্থানীয় কাউন্সিলর আবুল বশর জানান, মধ্যেরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনাহয়। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।
খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদোরুদ্দোজা ও রামগড় পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।