বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির ৭২টি মধ্যে ৪৮টি বাস্তাবায়ন করা হয়েছে : ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে : ৯টি ধারা বাস্তবায়াধীন আছে – সংসদে প্রধানমন্ত্রী
পার্বত্য চুক্তির ৭২টি মধ্যে ৪৮টি বাস্তাবায়ন করা হয়েছে : ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে : ৯টি ধারা বাস্তবায়াধীন আছে – সংসদে প্রধানমন্ত্রী
মাহাবুবুর রহমান,পার্লামেন্ট প্রতিদিন :: (১০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪০মিঃ) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পুর্ণ বাস্তাবায়ন করা হয়েছে। ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। আর ৯টি ধারা বাস্তবায়াধীন আছে। এখনো যে সব ধারা বাস্তবায়ন হয়নি সেগুলোও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী ক্যাম্প থেকে সেনা প্রত্যাহার করে নির্দিষ্ট গ্যারিসনসমূহে ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
১০ ফেব্রুয়ারী বুধবার জাতীয় সংসদে ২৯৯ রাঙামাটি আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সহ সভাপতি উষাতন তালুকদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সঙ্গে করা শান্তিচুক্তির সব ধারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, শান্তিচুক্তির খণ্ড-ঘ, ধারা-১৭ (ক) এর আলোকে মোতায়েনরত সেনাবাহিনীর সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের মাধ্যমে নির্দষ্টি ছয়টি গ্যারিসনে যথা-দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, রুমা ও আলীকদমে প্রত্যাবর্তনের বিধান রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে গ্যারিসন সমূহের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন চলমান রয়েছে।
এর মধ্যে রুমা গ্যারিসনের ৯৯৭ একর ভূমি অধিগ্রহণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে জানান প্রধানমন্ত্রী।
সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামে এয়ারপোর্ট করতে হলে পাহাড় কেটে করতে হবে, সেটা পার্বত্য চট্টগ্রামের জন্য ভালো হবে না।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা রাস্তা দিচ্ছি । কক্সবাজার বিমানবন্দর থেকে পার্বত্য চট্টগ্রাম বেশি দূরে নয়, প্রশস্ত রাস্তা আছে। পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তা দিয়ে চলাই সুন্দর হবে। এয়ারপোর্টের দরকার নেই।