সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় বাম জোটের পক্ষে শোক প্রকাশ
লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় বাম জোটের পক্ষে শোক প্রকাশ
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে আজ ঢাকার সদরঘাটে লঞ্চ ডুবিতে প্রায় অর্ধশতাধিক নিরীহ যাত্রীর হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, করোনাকালে যখন খুব বেশি যাত্রী নাই তখন লঞ্চ ডুবির ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগের। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন থেকেই ফিটনেসবিহীন ও উপযুক্ত ডিজাইন ছাড়া এবং অদক্ষ সারেঙ দ্বারা যাত্রীবাহী লঞ্চ চালনার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে আসছে। দুর্ঘটনার পর যখন জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয় তখন সরকার, নৌ-মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও সময় পেরোনোর পর আর কোন ব্যবস্থা নেয়া হয় না। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং লঞ্চ ডুবির জন্য দায়ীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।