বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ:সহকারী প্রক্টরসহ আহত ৪
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ:সহকারী প্রক্টরসহ আহত ৪
পাবনা প্রতিনিধি :: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সহকারী প্রক্টর ও কর্মচারীসহ ৪ জন আহত হয়েছে৷ ১০ ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে৷ এঘটনাকে কেন্দ্রে করে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে৷ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সাদেকী শান্ত’র সমর্থকদের সঙ্গে সাধারন সম্পাদক ওলিউল্লার সমর্থকদের কথাকাটি হয়৷ এরই এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়৷ এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুর আলম ও আব্দুর রহিম, কর্মচারী সালমান হোসেনসহ ৪ জন আহত হয়েছেন ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে৷ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সাদেকী শান্ত গ্রুপের সমর্থকদের সঙ্গে সাধারন সম্পাদক ওলিউল্লাহ গ্রুপের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে ল্যাব সহকারী সালমান হোসেন পক্ষ নিয়ে কথা বলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়৷ এসময় ছাত্রলীগ নেতারা কর্মচারী সালমানকে মারধর করে৷ সহকর্মীকে মারধর করার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালায়৷ এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে সভাপতি-সেক্রেটারী-কর্মচারী ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়৷
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলস্নাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের সিনিয়রদের সাথে জুনিয়রদের ঝামেলা হয়েছিল৷ বিষয়টি সমাধান হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে৷