বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সন্তান ও স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে যুবকের আত্নহত্যা
সন্তান ও স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে যুবকের আত্নহত্যা
কাউখালী প্রতিনিধি :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ২.২০মিঃ) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ই ছড়ি গ্রামের বাসিন্দা বাসিমং মারমা (২৫) তার প্রথম সন্তানের মৃত্যু পরে স্ত্রীর প্রসব কালিন সমস্যজনিত কারনে মৃত্যুর শোক সইতে না পেরে ১০ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে আটটার সময় নিজ বাড়িতে আম গাছের ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন বলে জানা যায় ৷
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চাথোয়াই প্রু মারমা পুত্র মৃত বাসি মং মারমা (২৫) বিগত এক বছর পুর্বে বিবাহ করেন ৷ বিয়ের পর সুখে শান্তিতে তাদের দিন কাটছিল ৷ এরই মধ্যে তাদের প্রথম সন্তান প্রসবকালীন সময় সন্তান মারা যায় তার ঠিক সপ্তাহ পরে তার স্ত্রীও বাচ্ছা প্রসব সংক্রান্ত সদস্যজনিত কারনে মৃত্যুর মুখে ঢলে পড়েন ৷ বাসি মং মারমা এসব শোক সইতে না পেরে হতবিহবল হয়ে পড়েন এবং গতকাল বুধবার রাত সাড়ে আটটার সময় নিজ বাড়ির পাশে নিজের হাতে লাগানো আম গাছের ডালে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন বলে জানান ৷ পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ কাউখালী সদর হতে পাহাড়ী দুর্ঘম প্রত্যন্ত এলাকা পায়ে হেটে প্রায় ২০-২২ কিঃ মিঃ(দুরত্ব) এলাকায় গিয়ে পুলিশ বাসি মংয়ের লাশ উদ্বার করে পোষ্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করেন এব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে কাউখালী থানার এস আই বিপ্লব বড়ুয়া নিশ্চিত করেন ৷ কাউখালী থানার অপমৃত্যু মামলা নং ০১ তারিখ ১১/০২/২০১৬ ইংরেজি ৷ বিষয়টি নিয়ে কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি এলাকার গ্রামবাসির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া ৷