বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি গেস্ট হাউজে অবৈধ দেহব্যবসা : নারী আটক
ফটিকছড়ি গেস্ট হাউজে অবৈধ দেহব্যবসা : নারী আটক
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বাজারে গেস্ট হাউজ তৈরি করে চলছে রমরমা যুবক-যুবতী নারী দিয়ে দেহব্যবসা।” উপজেলার দাঁতমারা এলাকার হেঁয়াকো নামক বাজারে পাশে “ঈশা গেস্ট হাউজ” নামে ঘরটিতে চলে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ। গত মঙ্গলবার বিশেষ এক অভিযানে নামে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন তাঁর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গেস্ট হাউজটি সিলগালা করে দেওয়া হয়। এদিকে অবৈধ দেহব্যবসার কার্যক্রম প্রশাসন বন্ধ করে দিলেও কয়েকদিন চলে গেছে আবারও পুর্ণরায় চালু হয়ে চলতে থাকে এসব রমরমা যুবক-যুবতীর দেহব্যবসা। স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, এটি গেস্ট হাউজ নয় এটি একটি দেহপল্লী হিসবে পরিচালিত হয়। এখানে প্রতিনিয়ত চলে নারী দিয়ে অবৈধভাবে এসব কার্যক্রম। তবে এটি চলে এলাকায় প্রভাবশালী মহাল দ্ধারা পরিচালনা হয় বলেও জানান স্থানীয়রা। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, উপজেলার দাঁতমারা ঈশা গেস্ট হাউজে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সত্যতা নিশ্চিত হওয়ায় গেস্ট হাউজটি সিলগালা করে দিই এবং সেখান থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয় বলে জানান তিনি । তিনি আরও বলেন গেষ্ট হাউজে অভিযানের টের পেয়ে ১০/১২ জন পুরুষ ও মহিলা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২২ আগষ্ট থেকে বেশ কয়েকবার এই গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন প্রশাসন। প্রতিটি অভিযানে নারী উদ্ধার করা হয়।