বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » ইয়াবা বহনে অনিহা, চালকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর
ইয়াবা বহনে অনিহা, চালকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর
মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা বহন করতে রাজী না হওয়ায় এক সিএনজি-অটোরিক্সা চালক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে আজ বুধবার সকাল থেকে উপজেলার আঞ্চলিক সড়ক মিঠাছড়া-বামনসুন্দর সড়কে গাড়ী চলাচল বন্ধ রেখেছে ঐ এলাকার অটোরিক্সা চালক সমিতি। এবিষয়ে চালক সমিতির সভাপতি এজাজ বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী বেলাল হোসেন, হুমায়ুন, তোফাজ্জল হোসেন, তানভীর হোসেন, রাজীব ও শরীফুল ইসলাম গত সোমবার দুপুরে তাঁরা গাড়ী নিতে আসেন স্টেশনে। সেখানে গাড়ি চালক মোশাররফ হোসেন এর গাড়ী ভাড়া করতে চান। জানা যায় মাদকব্যবসায়ীরা মুলত মোড়বাড়িয়া থেকে মাদক এনে বামনসুন্দর এলাকায় বিক্রয় করার জন্য গাড়ি চালক মোশাররফ ভাড়া নিয়ে রাজি না-হওয়াতে তাঁর মারধর করেন। পরে গাড়ী চালক মারধরের বিষয়টি সমিতিকে জানানলে ঐ মাদক ব্যবসায়িরা আবারও মোশারফের বাড়িতে গিয়ে তাকে ও তার গর্ববতী স্ত্রীকে মারধর করেন। অন্যদিকে মাদক ব্যাবসায়িরা মঙ্গলবার রাত ৮টায় দিকে দলবল ও লাঠিসোটা নিয়ে কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর বাজারে সমিতির কার্যালয়ে এসে সিএসজি চালকদের উদ্দেশ্য করে খারাপ ভাষায় কথা বলে পরে সমিতির কয়েকজন গাড়ী চালক প্রতিবাদ করেন। “এতে চিন্তিত মাদক ব্যবসায়ীরা তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী প্রতিবাদ করা গাড়ী চালকদের উপর এলা পাড়াড়ি মারধর শুরু করে। অন্যায় ভাবে মারধরের ঘটনায় চালক সমিতি থানায় অভিযোগ দেওয়ার জন্য গেলে এসময় তারা সমিতির অফিস ভাংচুর চালায়।” এছাড়া অফিসের দেওয়ালে টাঙ্গানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও মাদক ব্যবসায়ীরা ভাংচুর করে। অফিসের ক্যাশে থাকা ৯০ হাজার টাকা তারা নিয়ে যায়। এবিষয়ে চালক সমিতি আরও বলেন, এই ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরণ চাই। অন্যথায় আমরা মিঠাছরা-বামনসুন্দর সড়কে কোন গাড়ী চলাচল করতে দিবো না। উপজেলার কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, সিএনজি-অটোরিক্সা চালকের উপর হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় এমন অপকর্ম করে আসছে। হামলার সাথে জড়িত ও তাদের আশ্রয়দাতাদের গ্রেপ্তার করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এবিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনাস্থল জোরারগঞ্জ থানায় অবস্থিত হলেও মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, স্থানিয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে বেলাল একজন মাদক ব্যবসায়ি সে প্রায় সময় মোশারফের সিএসজি ব্যবহার করে মাদক চালান করে বিভিন্ন জায়গায় সাফলাই দেয়। তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিনের লেনদেন থাকায় বেলাল অনেক দিনের সিএসজি ভাড়া বকেয়া রাখে। বকেয়া ভাড়া ও মাদক চালানে স্থানিয়দের বাধার কারনে মোশাররফ বেলালকে আর সহযোগিতা করার অপারগতা প্রকাশ করে।কিন্তু বেলাল গত সোমবার দুপুরে পুনরায় সিএজি ভাড়ায় নিতে চায় এতে মোশাররফ অপারগতা প্রকাশ করেলে তাকে মারধর করে বেলাল ও তার সঙ্গীরা। থানায় এখনো কোন লিখতি অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে আসামীদের দ্রুত গ্রেফতারে আরো জোরালো অভিযান চালানো হবে মাদকের বিরুদ্ধে।