বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » বরগুনা » করোনায় মৃত্যু দাফন কাজে এগিয়ে এলো এক মানবতার ফেরিওয়ালা
করোনায় মৃত্যু দাফন কাজে এগিয়ে এলো এক মানবতার ফেরিওয়ালা
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: বরগুনা বেতাগীতে করোনা উপসর্গে মৃত্যু ব্যক্তির দাফন কাজে অবশেষে ১০ ঘন্টা পরে এগিয়ে এসেছেন মানবতার ফেরিওয়ালা অলি আহমেদ। নিকট আত্মীয়, প্রতিবেশী কেউ সাড়া দেয়নি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তির স্ত্রীর আহাজারিতে।
উপজেলার সদর ইউনিয়নের ছোট ঝোপখালি গ্রামের বাসিন্দা মো. ওহাব আলী মৃধা মুন্সী (৭০) পহেলা জুলাই (বুধবার) রাত ১০ টায় তার নিজ বাড়িতে জ্বর ও শরীল ব্যাথা করোনা উপসর্গে মৃত্যু হয়। প্রতিবেশীদের ধানরা মো. ওহাব আলী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে তার নমুনা মৃত্যু আগে ও পরে দেয়া হয়নি করোনা শনাক্তর জন্য।
তার ছেলে সন্তান না থাকায় মরদেহ নিয়ে ঘরে মধ্যে সাড়া রাত কাঠিছেন স্ত্রী সেলিনা বেগম।
মৃত্যু ব্যক্তির বাড়িতে ৬ টি ঘর,পাশের বাড়িতে ২০ টির বেশি ঘর। প্রায় শতাধিক মানুষ। করোনার ভয়ে যে যার ঘরে বসে শোক প্রকাশ করছে। মরদেহটি দাফনকাজ সম্পন্ন করতে এগিয়ে আসেনি।
পাশের বাড়ির এক যুবক মো. আল আমীন খান রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব আহসান জানান । এবং উপজেলা প্রশাসন থেকে শুধু মাত্র ৫ পিপিই সংগ্রহ করে।
কিন্তু কোন মানুষ দাফন ও গোসল করাতে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট দেখে বৃহস্পতিবার সকাল ৮ টায় এগিয়ে আসেন অলি আহমেদ।
মানবাতার ফেরিওয়ালার অলি আহমেদ একাধারে সংবাদকর্মী, আনসার ও ভিডিপি বেতাগী পৌরসভার ওয়ার্ড দলনেতা রেডক্রিসেন্ট সোসাইটির উপজেলা যুব ইউনিটের প্রধান।
অলি আহমেদ বলেন, বিষয়টি জেনে স্থানীয় যুবকদের নিয়ে তাৎক্ষনিক একটি টিম গঠন করে দাফনকাজ সম্পন্ন করি। টিমের সদস্য হলো আল আমীন খান, মো. সালাউদ্দিন, মো. কাওছার, মো. ইউসুফ ও আনসার ও ভিডিপি বেতাগী পৌরসভার ওয়ার্ড দলনেতা সুকদেব হাওলাদার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মো. ওহাব আলী মৃধার নিজ বাড়ি জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এসময় ইউপি সদস্য মো. মনির সিকদার সহ অর্ধশতাধিক মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।