বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে খাদ্য সহায়তা বিতরণ
খাগড়াছড়িতে খাদ্য সহায়তা বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ করোনায় দূর্গম পাহাড়ী জনপদের কর্মহীন গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। পার্বত্য মন্ত্রনালয় কৃর্তক বরাদ্ধকৃত খাদ্যশস্য, পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে তৃতীয়, চতুর্থ ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ৬৩৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রান্সর্ফোস চেয়ারম্যান( প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল এিপুরা এমপির নেতৃত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১০টায় মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এছাড়া খাদ্য সহায়তা বিতরণকালে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবদুল জব্বার,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রানঘাতি করোনা ভাইরাস বর্তমানে ভয়াভয় রূপ ধারন করেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে।স্বাস্থ-বিধি মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাধারন মানুষের পাশে আছে ও থাকবে। পরে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের সম্মুখে গাছের চারা রোপন করেন।