শুক্রবার ● ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে জীবানুনাশক টানেল উদ্বোধন
নবীগঞ্জে জীবানুনাশক টানেল উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক টানেল উদ্বোধন করলেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহ নওয়াজ মিলাদ পক্ষে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জীবানুনাশক টানেলটি উদ্বোধন করা হয়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা লন্ডন প্রবাসী মোঃ কমর উদ্দিন জুলহাস এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাস সতর্কতায় জীবানুনাশক টানেল প্রদান করেন। উদ্বোকালে উপস্থিত ছিলেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবাদুল হেলাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল মিয়া, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ,মহিলা আওয়ামীলীগ নেত্রী মায়া রানী দাশ প্রমুখ।
করোনার পরিস্থিতি জানতে সরেজমিন পরিদর্শনে জেলা প্রশাসক
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঝটিকা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান ৷
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় করোনা আক্রান্ত ১টি পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।
নবীগঞ্জে প্রতিষ্টাতা দাবী করে নাম ফলক ইউপি চেয়ারম্যান বিরোদ্ধে ক্ষোভ
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন কমপ্লেক্সে ভবনের প্রতিষ্টাতা নিজেকে দাবী করে নব-নির্মিত গেইটে নাম ফলক টানানোর কারনে ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা আশিক মিয়ার বিরোদ্ধে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সুত্রে জানা যায় স্থানীয় সরকারের অধীনে অত্র ইউনিয়ন পশ্চিম বড় ভাকৈর থেকে পৃথক হয়ে ১৯৬৯ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করে এই ইউনিয়ন। আজিজুর রহমান জালু মিয়া অত্র ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন এরপর পর্যায়ক্রমে আনোয়ার মিয়া, মেহের আলী মহালদার, হেকিম মাষ্টার, আশিক মিয়া, আক্তার হুসেন ছোবা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকারের অধীনে সারাদেশে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের স্থায়ী ভাবে কমপ্লেক্স ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ভবনটি নির্মিত হয়। এদিকে হঠাৎ করে গ্রামীন উন্নয়নের বরাদ্ধে নির্মিত পরিষদের নব- নির্মিত গেইটে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিক মিয়া নিজের নামে ভবন প্রতিষ্টাতা দাবী করে নাম ফলক টানানোয় এলাকায় নানান আলোচনা সমালোচনা পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন এলাকার সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি শুনেছি এটি সত্যি দুঃখজনক সরকারি ভবন কখনো কোন ব্যাক্তি প্রতিষ্ঠা করতে পারেনা। এ বিষয়ে বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি সত্যি হাস্যকর এই ধরনের মনগড়া কর্মকান্ড আমাদেরকে লজ্জিত করে। এদিকে এক প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য নিয়ামুল করিম অপু বলেন ভবনের প্রতিষ্টাতা দাবী করে গেইটে নাম ফলক টানানোয় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে তাছাড়া অত্র ইউনিয়নের নাগরিক হিসাবে আমাদের লজ্জিত করেছে।
সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের বিনামূল্য মাস্ক বিতরন
নবীগঞ্জ :: নবীগঞ্জে সামজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জ এর উদ্দ্যেগে করোনা ভাইরাসের সংক্রামন রোধে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরন করা হয়েছে। সংগঠনের সদস্যবৃন্দের উদ্দ্যেগে বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন মোড়ে হত্য দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারী লোকদের মাঝে এই মাস্ব বিতরন করা হয়। সংগঠনের সিনিয়র সদস্য মুহিবুর রহমান,আকমল হোসেন টিটু, মোঃ আলমগীর মিয়া,বাবলু আহমদ,আবু নাসের ইকবাল,আবুল হোসেন, সাজু আহমেদ,রাজ আহমদ,কঠিন সাজু, হাবিবুর রহমান হাবিব,আলামিন, সুমনসহ সংগঠনের সদস্যরা চলন্ত যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরন করেন ও অনেককে মুখে পড়িয়ে দেন। একই সাথে সকলকে বাড়ির বাহিরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ মাস্ক বিতরনের অর্থদাতাসহ বাংলাদেশের সকল নাগরিকদের করোনা মহমারীতে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করেন।