শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গে চুয়েটের টেকনিশিয়ানের মৃত্যু
করোনা উপসর্গে চুয়েটের টেকনিশিয়ানের মৃত্যু
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর এক ওয়ার্কশপে কর্মরত সিনিয়র টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া বাড়ি রাঙামাটি জেলায় কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার অংসুইউ মারমা। জানা গেছে, তিনি বেশকিছু দিন জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভূগছিলেন।
পরিস্থিতি খারাপ হলে গত শুক্রবার রাত ২টার দিকে তিনি উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ‘তিনি চুয়েটে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।’ তাঁর মৃত্যুর বিষয়টি মানিক নামে তাঁর এক সহকর্মী নিশ্চিত করেন।
চুয়েটের টেকনিশিয়ান অংসুইউ মারমার মৃত্যুতে চুয়েট পরিবারের শোক
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উড-ওয়ার্কশপ শাখার টেকনিশিয়ান অংসুইউ মারমা (৫৫ বছর) মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩ শুক্রবার রাত আনুমানিক ২ দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বামনি বটতলি পাড়ার নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। একইসাথে প্রয়াত অংসুইউ মারমার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি কয়েকদিন যাবত টাইফয়েড জ্বরে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তাঁর স্ত্রীও চুয়েটে কর্মরত অবস্থায় বছর দুয়েক আগে মারা যান। এদিকে প্রয়াত অংসুইউ মারমার মৃত্যুতে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।