![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গ নিয়ে রাউজানে এক ব্যক্তির মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে রাউজানে এক ব্যক্তির মৃত্যু
অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিলপুর গ্রামের মিলন বড়ুয়া পিনু (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তিটি দীর্ঘ ১০-১২ দিন ধরে জ্বর, শ্বাস কষ্ট ও প্রচন্ড কাশি নিয়ে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল থেকে অন্য আরেকটি হাসপাতালে আইসিইউতে নেয়ার সময় পথে মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য মিলন বড়ুয়া পিনু রাউজান উপজেলার একটি রড সিমেন্টের দোকানে ম্যানেজার পদে হিসাব দেখাশোনার কাজ করতেন।