বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » গুরুদাসপুর মুক্তিযোদ্ধা বাগানের আম গাছটি হরিলুট হচ্ছে
গুরুদাসপুর মুক্তিযোদ্ধা বাগানের আম গাছটি হরিলুট হচ্ছে
গুরুদাসপুর প্রতিনিধি :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১০মিঃ) গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আম বাগানে উপড়ে পড়া কমপক্ষে ৪০ হাজার টাকা মূল্যের একটি আম গাছ অভিভাবকহীন অবস্থায় পড়ে থাকায় হরিলুট হচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শিরা৷
খোঁজ নিয়ে জানা যায়, বিগত ৮০’র দশকে তদানিন্তন সরকার গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অনুকূলে আম বাগান সহ ৯৯ শতাংশ অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেয়৷ এরপর সেখানে কমান্ডের কার্যালয় নির্মিত হয়ে বীর মুক্তিযোদ্ধা সদস্যরা ওই সম্পত্তি ভোগদখল করতে থাকে ৷ এমনকি দু’একজন বসতবাড়ী তৈরী করে সেখানে বসবাস করছে ৷ ইতোমধ্যে বিগত বর্ষার শুরুতে কমান্ডের আম বাগানের একটি মূল্যবান গাছ উপড়ে পড়ে যায়৷ এরপর থেকে ওই গাছের ডালপালা, ছালবাকলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ কে বা কারা হরিলুট করে নিলেও দেখার কেউ নেই ৷ কিছু সুবিধাভোগী লোক স্বল্পমূল্যে গাছটি কিনে নেয়ার জন্য পায়তারা করে বেড়াচ্ছে৷
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন মাষ্টার জানান, গাছটি পড়ে যাওয়ার পর থেকে ইউএনও মহোদয়কে বারবার বিষয়টি জানিয়ে দেয়ার পরও অদ্যবধি ওই গাছের কোনো কুল কিনারা হয়নি৷
অপরদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম দুদু জানান, তাঁর সময়ে যত্ন সহকারে এগুলো দেখাশোনা করা হয়েছে ৷ কিন্তু বর্তমানে দেখাশোনার কেউ নেই বলে মনে হয়৷ তাই মূল্যবান আমগাছটির সাথে শত্রুতা শুরু করেছে সবাই৷
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ওপরে বিষয়টি জানানো হয়েছে৷ নির্দেশ এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷