রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ১০ কোটি টাকার পাথর পাচারের প্রস্তুতি ভন্ডুল করে দিয়েছে পুলিশ
১০ কোটি টাকার পাথর পাচারের প্রস্তুতি ভন্ডুল করে দিয়েছে পুলিশ
কামরুল হাসান জুলহাস, সিলেট :: সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোভাছড়ায় ২১ টি জাহাজে ১০ কোটি টাকার পাথর বোঝাই করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে ওই পাথর পাচার করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পাথর সম্রাট পলাশ। রাত ১০ টার পর ওইসব জাহাজ দেশের বিভিন্ন স্থানে পাচার করার কথা। সরকারি ওই পাথর সম্পদ পাচার করার জন্যে যেসব পদক্ষেপ নেয়ার প্রয়োজন তার সবই করেছেন পলাশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, লোভাছড়া পাথর কোয়ারির ইজারার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে সরকারি সম্পদ হিসেবে এক কোটি ফুট পাথর মজুদ থেকে যায়। যার বাজার মূল্য ১০০ কোটি টাকা।
গত ১৫ জুন থেকে সরকারি ওই সম্পদ জল ও স্থল পথে পাচার শুরু করেন পলাশ। ১ জুলাই পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পদ পাথর রাতের আঁধারে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাচার করা হয়।
এদিকে ২ জুলাই রাতে পুলিশ অভিযান চালিয়ে পাথর বোঝাই সাতটি ট্রাক আটক করেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।
পুলিশের ওই অভিযানের পর পলাশ পাথর পাচারের পরিকল্পনা পাল্টে ফেলেন। এক রাতের মধ্যেই ১০ কোটি টাকার পাথর জলপথে পাচারের সিদ্ধান্ত নিয়ে ২১ টি জাহাজে ১০ লাখ ফুট সরকারি পাথর বোঝাই করেছেন। ওই ১০ লাখ ফুট পাথরের দাম ১০ কোটি টাকা। শুক্রবার রাতে ওইসব পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করার কথা ছিল।
শুক্রবার রাত ও শনিবার দিনে অভিযান চালিয়ে কানাইঘাট থানা পুলিশ আরও ১০টি পাথর বোঝাই গাড়ি ২টি জাহাজ আটক করলে মোস্তাক চক্রের পাথর অপসারণ পরিকল্পনা ভন্ডুল হয়েযায়।