মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি : নিহত ৬, আহত ৩
বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি : নিহত ৬, আহত ৩
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সংস্কারপন্থী) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন।
আজ মঙ্গলবার ৭ জুলাই ভোরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পিসিজেএসএস ও সংস্কারপন্থীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পিসিজেএসএস সংস্কারপন্থীর জেলার নেতা রতন তঞ্চঙ্গ্যাসহ ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার সিএইচটি মিয়িা প্রতিনিধিকে বলেন, বাগমারায় গোলাগুলির ঘটনায় আপাতত ৪ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।