মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
বান্দরবানের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোয় আক্রান্ত হলেন স্বাস্থ্যবিভাগের জ্যৈষ্ঠ করোনা সম্মুখযুদ্ধা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা। আজ মঙ্গলবার ৭ জুলাই বিকালের ফলাফলে সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমার রিপোর্ট পজিটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান, গত কয়েকদিন ধরে বান্দরবানের সিভিল সার্জন এর শারীরিক সমস্যা দেখা দিলে তার নমুনা পরীক্ষায় পাঠানো হয়। পরে কক্সবাজার পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার বিকেলে পাঠানো রিপোর্টে সিভিল সার্জনের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর হাসপাতালের আইসলোশন সেন্টারের প্রধান ডা. প্রত্যুষ পাল ত্রিপুরা বলেন, সর্দি কাশি ও হালকা জ্বর নিয়ে তিনি কয়েকদিন ধরে বাসায় হোম কোয়ারান্টিনে ছিলেন। আজ মঙ্গলবার বিকেলের পাঠানো রিপোর্টে সিভিল সার্জন স্যারের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।