মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
বিশ্বনাথে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় জব্দ করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আমতৈল ধলিপাড়া এলাকার হাওর থেকে ভ্রাম্যমাণ আদালত’র মাধ্যমে এগুলো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরে বিকেলে উপজেলা পরিষদ মাঠে জব্দ করা প্রায় ১ হাজার মিটার কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, নিষিদ্ধ এসব জালের ফাঁস খুবই ছোট হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহ থাকবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বনাথে ১৮ ব্যক্তিকে জরিমানা
বিশ্বনাথ :: স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যত্রতত্র ঘুরাফেরা করার অপরাধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৮ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এ দন্ড দেয়া হয়। আজ মঙ্গলবার বিভিন্ন সময়ে উপজেলা সদরের নতুন বাজার, পুরাতনবাজার ও রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা, স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।