বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যৌন হয়রানির অভিযোগ
গাজীপুরে যৌন হয়রানির অভিযোগ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ফেব্রুয়ার ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.১৫মিঃ) গাজীপুরের বিকে বাড়িতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে একটি অচল কারখানার নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ৷ নিরাপত্তা কর্মী জাহাঙ্গীর হোসেনের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেছে৷
এলাকাবাসী ও জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই খায়রুল আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মহানগরের বিকে বাড়ি এলাকার জেপিআই কারখানার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন ৯ বছরের মেয়েকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কারখানার পাশের জঙ্গলে নিয়ে যায় এবং যৌন হয়রানির চেষ্টা চালায়৷ এসময় তার চিত্কারে এলাকার লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যাবার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়৷ পরে এলাকাবাসী জাহাঙ্গীরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে৷