বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থাবিরের ৮৮ তম জন্মদিবস উপলক্ষে কবুতর অবমুক্ত
উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থাবিরের ৮৮ তম জন্মদিবস উপলক্ষে কবুতর অবমুক্ত
চট্টগ্রাম :: গত ৭ জুলাই মঙ্গলবার চট্টগ্রামের রাউজান উপজেলায় মহামুনিতে মহানন্দ সংঘরাজ বিহারে সংঘরাজ ধম্মানন্দ-ধর্মপ্রিয় একাডেমির আয়োজনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ- সংঘরাজ, মহানন্দ সংঘরাজ বিহারে’র অধ্যক্ষ, আন্তর্জান্তিক খ্যাতিসম্পন্ন, মানবতাবাদী, শাসনসদ্ধর্ম ও সমাজ দরদী, একাধক স্বার্ণপদক ও শাসনস্তম্ভ উপাধিপ্রাপ্ত (গুরুদেব) ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের ৮৮ তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধেয় ভান্তের নীরোগ দীঘার্যু কামনায় অষ্ট উপকরণসহ সংঘ দান এবং কোভিড১৯ কোরোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য মৈত্রীর উপহার ত্রাণ শতাধিক উপাসক-উপসিকাদের স্বেত বস্ত্র বিতরণ ও স্বেত কবুতর অবমুক্ত করণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এছাড়া বতর্মান কৈশ্বিক কোরোনাভাইরাস মহামারির কারণে কর্মহীন মানুষের জন্য বিভিন্ন গ্রামে মৈত্রীর উপহার ত্রাণ এবং অনাথাশ্রমে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠান করার জন্য দেশ-বিদেশ থেকে যারা আর্থিক, কায়িক, শ্রদ্ধা ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞচিত্তে পুণ্যদান করে সুখ-শান্তি কামনা করা হয়।
এ মহতি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহানন্দ সংঘরাজ বিহার পরিচালনা কমিটি ও দায়ক- দায়িকা বৃন্দ।