বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ডিবি‘র হাতে ২৫০ পিস ইয়াবাসহ সিপ্রা সাহা আটক
ঝালকাঠিতে ডিবি‘র হাতে ২৫০ পিস ইয়াবাসহ সিপ্রা সাহা আটক
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি:: ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মাদক সম্রাট সুজনের স্ত্রী সিপ্রা সাহাকে ২৫০পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি।
ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে প্রতিদিনের ন্যয় মাদকদ্রব্য র্নিমূল অভিযানে আজ বৃহস্পতিবার বিকালে সময় ঝালকাঠি কলেজ রোডের ১৭ নং বাসা থেকে মাদক সম্রাট সুজন দাসের স্ত্রী শিপ্রা সাহা (৪২)কে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি সুত্রে পাওয়া,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মো.এনামুল হোসেন,পরিদর্শক মো.মাইনুদ্দিনের নেতৃত্বে এএসআই শিমুল চন্দ্র,রিপন খান,মাসুম বিল্লাহ ও নারী পুলিশ নুসরাতসহ একটি টিম বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় ঝালকাঠি কলেজ রোডের ১৭নম্বর বাসা থেকে মাদক সম্রাট সুজনের স্ত্রী শিপ্রা সাহা কে ২৫০পিস ইয়াবা সহ আটক করে।
এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
ঝালকাঠি প্রেস ক্লাবে মতবিনিময় করলেন জনপ্রিয় নাট্য অভিনেতা ম.ম মোর্শেদ
ঝালকাঠি:: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক ম.ম মোর্শেদ ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের কৃতি সন্তান টিভি তারকা ও নাট্য পরিচালক ম.ম মোর্শেদ একটি নাটকের শুটিংস্পট পরিদর্শনে বেশ ক’দিন আগে তার নিজ জেলা ঝালকাঠিতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ফেরার পথে তিনি সাংবাদিকদের সাথে কুশল এবং মতবিনিময় করতে হাজির হন ঝালকাঠি প্রেসক্লাবে। আলোচনা হয় তার শৈশব কৈশোর নিয়ে। এসময় সাংবাদিকরা জানতে চাওয়ায় তিনি শোনান তার অভিনয়ে জগতে আসার গল্প। স্কুলে জীবনে তিনি বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করতেন। স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে তার স্কুলের পাশে থাকা ‘বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটার’ এর সামনে দাড়িয়ে মঞ্চ নাটকের মহরা দেখতে দেখতে তার অভিনয় করার শখ জাগে। আর এ থেকেই তার অভিনয় জগতে আসা। পরবর্তীতে বরিশাল হাতেম আলী কলেজে অধ্যয়নরতবস্থায় তিনি পুরোদমে অংশনেয় মঞ্চ নাটকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনার পাশাপাশি যোগ দেয় টিভি নাটকে। বর্তমানে তিনি একজন নাট্য পরিচালক। মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই এই অভিনেতাকে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি দুলাল সাহা ও মানিক রায়, সাধারণ সম্পাদক আককাস সিকদার, কোষাধাক্ষ্য দিলীপ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা,এ্যড.মানিক আর্চায্যসহ অন্যান্য সদস্যবৃন্দ।