শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
বান্দরবানে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে করোনায় কর্মহীন হত-দরিদ্র জনসাধারনের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আজ শনিবার ১১ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে দক্ষিন হাফেজ ঘোনা ও লাল ব্রিজ এর বিভিন্ন পাড়ায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করাহয়।
সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ও চট্টগ্রাম এরিয়া এর নির্দেশনায় গত (২৫ মার্চ)হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা চট্রগ্রামসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে আসছে। তার অংশ হিসেবে শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বাজায় রেখে এই সব খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন।
এব্যাপারে খাদ্য সামগ্রী বিতরণকারী সেনা কর্মকর্তা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি। আগামীতেও অব্যাহত থাকবে।