শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছড়িতে ফের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারীর মৃত্যু
রোয়াংছড়িতে ফের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রোয়াংছড়িতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) তার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়। ঘটনায় আহত হয়েছে নিহত নারীর ৭ বছর বয়সি একটি শিশু। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ওই নারীটি জুম কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায় সন্ত্রাসীরা পাহাড়ের জঙ্গল থেকে গুলি চালালে জুমে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক নারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আহত শিশুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা জানান, জুমে কাজ শেষ করে হেঁটে বাড়িতে ফিরছিলাম পরিবারসহ এ সময় সামুক ঝিড়ি এলাকায় আসলে আমি স্ত্রী ও সন্তানকে সামনের দিকে এগোতে দিয়ে আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। মুহুর্তের মধ্যে গুলির শব্দ শুনি। তাড়াতাড়ি স্ত্রী সন্তানের এগিয়ে গিয়ে দেখি তারা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পরে সবাইকে স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। কোন সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে নিহত হয়েছে তা জানা যায়নি ।
উল্লেখ্য, গত (৭ জুলাই) সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সংস্কারপন্থী) এমএন লারমার সংস্কার গ্রুপের জেলার নেতা রতন তংঞ্চঙ্গ্যাসহ ৬ ছয়জন নিহত হয়। ঘটনায় আহত হয়েছিল আরো তিনজন। এ ঘটনায় সন্তু লারমা গ্রুপের ২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনার রেশ না কাটতেই তিন দিনের মাথায় জনসাধারণের উপর গুলি চালানো অস্ত্রধারী সন্ত্রাসীরা।