রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত
ওসমান আবির, টেকনাফ প্রতিনিধি :: টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে।এ ঘটনায় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার দমদমিয়ার স্থল বন্দর সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ইয়াবা কারবারী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা রোহিঙ্গা সৈয়দ আহমদের পুত্র সৈয়দ আলম (৩৫)।
আজ ১২ জুলাই রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সতত্যা নিশ্চিত করেন টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে উপজেলার দমদমিয়ার স্থল বন্দর সংলগ্ন নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা উপরোক্ত স্থানে পৌঁছে কেয়ারী খালের ১৪ নং ব্রিজের পাশে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা লক্ষ্য করে উক্ত পয়েন্ট দিয়ে একজন লোক মিয়ানমারের ওপার থেকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।কূলে ওঠার সময় গোপনে অবস্থান করা তার আরও দুই সহযোগী তার সামনে এগিয়ে যায়।
উক্ত সময় টহলহদল তাদেরকে থামানোর জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু, মাদক কারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে এক পর্যায়ে মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লশী করে ৪০ হাজার পিচ ইয়াবা, ১টি দেশীয় তৈরী অস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ সহ গুলিবিদ্ধ অবস্থায় ওই ইয়াবা কারবারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।