শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিচারপতি শামসুদ্দিনের তথ্য চেয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে আবেদন
বিচারপতি শামসুদ্দিনের তথ্য চেয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে আবেদন
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের যুক্তরাজ্যে ইমিগ্রেশনের তথ্য চেয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বিচারপতি শামসুদ্দিন বিচারক হওয়ার সময় তথ্য গোপন করেছেন- এমন অভিযোগ এনে তা তদন্তের জন্য আবেদনে হাইকমিশনের সহায়তা কামনা করা হয়।
১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু।
জুনু তার আবেদনে বলেছেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বৃটেনের নাগরিক। বিচারক হওয়ার সময় তিনি উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করেছেন যা দণ্ডনীয় অপরাধ।
জুলফিকার আলী বলেন, এ বিষয়টি তদন্তের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছেন। বিষয়টি তদন্তে সহায়তার জন্য তিনি বৃটিশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। হাইকমিশন তদন্তের সুবিধার্থে তথ্য দিয়ে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।