সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ১ মাস পূর্ণ হলো তরুণ তরুণীদের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাস
পানছড়িতে ১ মাস পূর্ণ হলো তরুণ তরুণীদের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাস
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় চালু হয়েছে ‘পানছড়ি অনলাইন ক্লাস”পাঠদান এর কার্যক্রম।
বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সারাদেশের মতো এই পাঠদান কার্যক্রম চলছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনার্স,মাস্টার্স, ডিগ্রি ও গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্রছাত্রীদের দিয়ে।
এরই মধ্যে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিঠুন সাহা রাজ’র উদ্যোগে পরিচালিত ‘পানছড়ি অনলাইন ক্লাস’এর ১ মাস পূর্ণ হলো।
তার এই উদ্যোগ ও প্রচেষ্টায় অনলাইনের মাধ্যমে পাঠদান প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যায়ের বিভিন্ন বিষয়ে প্রতিদিন ৫টি করে ক্লাস হচ্ছে৷ আর সুযোগ সুবিধার সুফল পাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী৷
এমনকি এই উদ্যোগের প্রশংসা করছে পানছড়ি সহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন সচেতন, রাজনৈতিক ও সরকারি-বেসরকারী মহল।
পানছড়ির অনেক দূর দুরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরা ক্লাস নিতে বাজারে আসছে। পানছড়ির তিন জন শ্রদ্ধ্বেয় শিক্ষক আজিজুল হক, নিখিল, প্রভাষ স্যার ও নিঃস্বার্থ শিক্ষিত মেধাবী তরুণ তরুণীদের সমণ্বয়ে এ পাঠদান কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, পানছড়ি কলেজ’র অধ্যক্ষ সমীর দত্ত চাকমা এ অনলাইন পাঠদান কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পানছড়ি একজন ব্যবসায়ী ও অভিভাবক সমীর সাহা পানছড়ি অনলাইন ক্লাসে সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন।তিনি বলেন দেশের এই দুর্দিনে যেসস তরুণ তরুণীরা এমন সেবা মূলক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ক্লাস নেওয়া পানছড়ি বাজারে উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নিখিল চৌধুরী বলেনঃদেশের এই দুর্দিনে নিজ উদ্যোগে মিঠুন সাহা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। আমি নিজেও ওখানে ক্লাস নেয়।যে ছোট খাট ত্রুটি ছিল তা নিয়ে আমি পরামর্শ দিয়েছি ।সব তরুণ তরুণীরা যথার্থ প্রস্তুতি নিয়ে ক্লাস নিচ্ছে।এই থেকে সব ছাত্র ছাত্রীদের উপকার হচ্ছে।