সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে করোনায় মৃত্যু উপ পুলিশ কমিশনার মিজানুর রহমানের
চট্টগ্রামে করোনায় মৃত্যু উপ পুলিশ কমিশনার মিজানুর রহমানের
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামে টানা ২০ দিন করোনা সাথে লড়ে না ফেরার দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উপ-পুলিশ কমিশনার ডিবি-দক্ষিণের মো. মিজানুর রহমান (৪৭)।
আজ সোমবার ১৩ জুলাই ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তাঁর মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. মিজানুর রহমান (৪৭)। জানা গেছে, গত ২৩ জুন তাঁর শরীর করোনা ভাইরাস শনাক্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তস্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। করোনা ভাইরাস প্রতিরোধের এ বীর সদস্যের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিসিএস (পুলিশ) ক্যাডারের ২২তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৩ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন।