মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া অনলাইন প্রেসক্লাব’কে উপহার সামগ্রী দিল কোস্ট ট্রাস্ট
উখিয়া অনলাইন প্রেসক্লাব’কে উপহার সামগ্রী দিল কোস্ট ট্রাস্ট
সংবাদ বিজ্ঞপ্তি :: উখিয়া অনলাইন প্রেসক্লাব’কে উপহার (চেয়ার) সামগ্রী দিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা-কোস্ট ট্রাস্ট। মঙ্গলবার সকাল ১১টায় কোস্ট
ট্রাস্টের পক্ষ থেকে এই সামগ্রী প্রদান করা হয়।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম চৌধুরী ও সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের আন্তরিকতায় এসব উপহার সামগ্রী অনলাইন
প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করেন।
উপহার সামগ্রী গ্রহণকালে উখিয়া অনলাইন প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিক আজাদ, সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের প্রতিনিধি পলাশ বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিবিডিনিউজের সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক ও রাইজিং কক্সের সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, সদস্য অধ্যাপক আলমগীর মাহামুদ, শরিফ আজাদ, সবুজ বড়ুয়া এবং রিদুয়ানুল হক সোহাগ প্রমূখ।
উখিয়ায় এক ইউপি সদস্যসহ র্র্যাবের হাতে আটক-২
১০ হাজার ইয়াবা, চেক, স্ট্যাম্প উদ্ধার
উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব-১৫।
আটককৃতরা হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া গ্রামের মৃত নজির আহমদের ছেলে পালংখালীর ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী ও মৃত ইসলাম মিয়ার ছেলে নুরুল আলম চৌধুরী( ৫১)।
গত সোমবার রাতে তাদের আটক করলেও গতরাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্্যাব সুত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় -বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিওিতে র্র্যাব-১৫ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা সহ দুইজনকে আটক করেন।
এসময় ধৃত আসামিদের তল্লাশী করে একটি ব্ল্যাংক চেক, একটি স্বাক্ষরিত ছয় লক্ষ টাকার ব্যাংক চেক, ৩টি এটিএম কার্ড, দুইটি স্বাক্ষরকৃত ব্ল্যাংক স্ট্যাম্পসহ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
র্র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী’র এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট ট্রাস্টের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্টট্রাস্টের রিলিফ অপারেশন সেন্টারের টিম লিডার রেজাউল করিম, ফিল্ড কো-অডিনেটর মোঃ জুলফিকার হোসনে ছিদ্দিক ও এনামূল হক।
এসময় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা-কোস্টট্রাস্ট লোকাল এনজিও হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে
উন্নয়ন কর্মকান্ডে লিপ্ত রয়েছে। বিশেষ করে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে রোহিঙ্গা এবং স্থানীয় মাঝে সোহার্দপূর্ণ অবস্থান
সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে।
এছাড়াও রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে ত্রাণ সহায়তা থেকে শুরু করে সার্বিক বিষয়ে অবদান রেখে আসছে কোস্টট্রাস্ট। যার ধারাবাহিকতায় উখিয়া অনলাইন
প্রেসক্লাব’কে উপহার সামগ্রী প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি সাধুবাদ জানিয়েছেন তিনি।