মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » কৃষকদের প্রনোদনার দাবিতে মত বিনিময় সভা
কৃষকদের প্রনোদনার দাবিতে মত বিনিময় সভা
ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষিঋন প্রাপ্তির দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিতেত্বে মত বিনিময় সভায় অংশ নেন,বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ,কৃষক নেতা মাসুদ,মহিদুল ইসলাম মত বিনিময় সভায় অংশ নেন। এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সহসভাপতি বিপুল জোয়ারদার,যুগ্ম সম্পাদক বাপ্পি রায়হান,সহসাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু ও সিনিয়র সাংবাদিক শহিদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পানি বন্দি সাড়ে চার’শ হেক্টর জমির মালিকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষি ঋণ,প্রদানের দাবি করা হয়।
ঈশ্বরদীতে ডাক্তার চুনুর ইন্তেকাল
ঈশ্বরদী :: সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবি ও আওয়ামীলীগ নেতা এ্যাড.রবিউল আলম বুদুর বড় দুলাভাই ঈশ্বরদীর প্রবীন ডাক্তার আলহাজ্ব সিরাজুল ইসলাম চুনু (৯০) মঙ্গলবার ভোর পাঁচটায় পাকশী ইপিজেডস্থ বাঘইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্ষ্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,৪ মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। ঐদিন বাদ যোহর পাকশী রেলওয়ে কবরস্থান চত্তরে জানাজা শেষে রেলওয়ে কেন্দ্রিয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।