বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » প্রশ্নফাঁসের কারণে মেডিকেল ভর্তি স্থগিত করুন : বাম মোর্চা
প্রশ্নফাঁসের কারণে মেডিকেল ভর্তি স্থগিত করুন : বাম মোর্চা
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, শুভ্রাংশু চক্রবর্তী, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, ইয়াছিন মিয়া ও হামিদুল হক আজ এক যুক্ত বিবৃতিতে প্রশ্ন ফাঁসের কারণে সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি প্রক্রিয়া বাতিল করে পরিপূর্ণ স্বচ্ছতার সাথে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন ৷ তারা অনতিবিলম্বে ভর্তির যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণার আহ্বান জানান ৷
তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের সীমাহীন জালিয়াতির মধ্যে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাবার কোন অবকাশ নেই ৷ বিবৃতিতে তারা মঙ্গলবার মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন জবরদস্তি করে এই অন্যায় ভর্তি প্রক্রিয়া ছাত্রদের উপর চাপিয়ে দেয়া যাবে না ৷
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষাক্ষেত্রে এমনিতেই এক ধরনের নৈরাজ্য বিদ্যমান৷ তার উপর উপর্যপরি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গোটা শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে ৷ মেধাবী ছাত্র-ছাত্রীরা ক্রমে হতাশ হয়ে চলেছে৷ শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা ও পরোক্ষ মদদ প্রদানের কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অব্যাহত রয়েছে ৷
নেতৃবৃন্দ প্রশ্নপথ ফাঁসের সাথে যুক্ত সকল চক্রকে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ৷ আপলোড : ৩০ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১১.২৩