মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৫০ হাজার মানুষের জন্য নিজ অর্থায়নে সড়ক
রাউজানে ৫০ হাজার মানুষের জন্য নিজ অর্থায়নে সড়ক
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: নিজ অর্থায়নে নাগেশ্বর গার্ডেন সড়কের এক কিলোমিটার জুড়ে সড়কের প্রশস্তকরণ করেছেন রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন। সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে, রাউজান আর আর এসি সরকারী উচ্চ বিদ্যালয় সম্মুখ হতে মাগন শাহ্ মাজার পর্যন্ত সড়কটির প্রশস্ত করা হয়েছে। ১৫ ফুটের সড়কটি প্রশস্ত করে, করা হয়েছে প্রায় ৩০ ফুট আয়তনের।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পৌর এলাকার ৭নং ও ৮নং ওয়ার্ডের প্রায় ৫০ হাজার লোক যাতায়ত করে নাগেশ্বর গার্ডেন সড়ক দিয়ে। সড়কটির আধা কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীরর বরাদ্দকৃত টাকায় এই সড়কের উন্নয়ন করা হয়। বাকী অংশ আগামী অর্থ বছরে করা হবে বলে রাউজান উপজেলা প্রকৌশলী জানিয়েছেন।
নিজ অর্থায়নে সড়কের প্রশস্তকরণ প্রসঙ্গে কাউন্সিলর আজাদ বলেন, নাগেশ্ব গার্ডেন সড়কটি শাহানগর, দলিলাবাদ ও ডাবুয়া ইউনিয়নের একাংশের লোকজন যাতায়ত করে থাকে। সড়কটি খুবই জন গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলিত ছিল সড়কটি। রাউজানের সাংসদের অর্থায়নে প্রায় আধা কিলোমিটার আরসিসি ঢালাই করা হয়েছে। বাকী অংশ আগামী অর্থ বছরে সাংসদ বরাদ্দ দিবেন। সড়কটির মূল সমস্যা ছিল বড় গাড়ী চলাচল করতে না পারা। তাই সাংসদের নির্দেশে আমি নিজের টাকায় সড়কটি প্রশস্ত করণ করেছি। এখন এই সড়কদিয়ে চলাচলকারী মানুষের জন দুর্ভোগ লাগব হবে।
রাউজানে হোসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার ১৪ জুলাই সকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পাটি রাউজান উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আকবর। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জাতীয় পাটির নেতা মাস্টার তছলিম উদ্দিন, কফিল উদ্দিন শিকদার, আলমগীর চৌধুরী, ছৈয়দ মোহাম্মদ ইউচুপ।
এসময় সুলতাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জাতীয় পাটির নেতা মেজবাহ্ উদ্দিন আকবর বলেন, এরশাদ সাহেব ছিলেন সফল রাষ্ট্র নায়ক। রাউজানে প্রথম গ্যাস সংযোগ হয়েছিল এরশাদের শাসন আমলে। রাউজানে শত শত বেকার যুবককে চাকরী দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মদ বাবলু। পল্লী বন্ধু এরশাদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া দেশের উন্নয়ন চিরস্মরণীয় হয়ে থাকবে।