বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা » মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি
মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৫ জুলােই বুধবার এক বিবৃতিতে রিজেন্ট হাসপাতালের পরিচালক মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন সাহেদের নজিরবিহীন প্রতারণা ও জালিয়াতির প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সহযোগিদেরকেও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাহেদের দুস্কর্ম ও প্রতারণামূলক শত কর্মকান্ডের যারা অংশীদার তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন। গত এক যুগে সরকার ও সরকারী দলের ছত্রছায়া সাহেদ কিভাবে তার দুর্নীতি ও প্রতারণার জাল এতদূর বিস্তৃত করতে পারল সরকার ও সরকারি দলের দেশবাসীর কাছে তার পরিস্কার ব্যাখ্যাও হাজির করা প্রয়োজন। তিনি বলেন, অতীতে অনেক মেগা দুর্নীতিবাজ-মাফিয়াদের মত সাহেদের প্রতারণার বিষয়টি যাতে শেষ পর্যন্ত প্রচারসর্বস্ব মাতামাতির মধ্যে নিঃশেষ না হয়ে যায় দেশের মানুষ সে ব্যাপারে নজর রাখবে, সতর্ক থাকবে।
বিবৃতিতে তিনি সাহেদ, সাবরিনা, আরিফুল ও মিঠুদের এই সরকারের শত অপরাধের বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত, সকল দুর্বৃত্ত অপরাধীদের গ্রেফতার, তাদের উপযুক্ত বিচার ও তাদের অবৈধ স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।
শাজাহান সিরাজের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ অপর এক বিবৃতিতে স্বাধীনতার ইশতেহার পাঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপি নেতা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের সাথে শাজাহান সিরাজ ছিলেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগে ও পরে তার সংগ্রামী ভূমিকা জাতি শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
বিবৃতিতে তিনি শাজাহান সিরাজের জীবনের সংগ্রামী অধ্যায়ের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।