![পার্বত্য জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/5233-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে অভিভাবকদের মানববন্ধনের ডাক
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে অভিভাবকদের মানববন্ধনের ডাক
সিলেট প্রতিনিধি :: সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের’ উদ্যোগে সিলেটের সকল প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০ ভাগ ফি মওকুফের দাবীতে আগামী শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক এড আব্দুল মুকিত অপি শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে এ কর্মসূচীতে সুশীল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং অভিভাবকদের যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
মানববন্ধন সফলের লক্ষ্যে বুধবার (১৫ জুলাই) সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড আব্দুল মুকিত অপির পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাবেদুর রহমান, নজরুল ইসলাম, সুলতানা জাহান নাছরিন, মাছুম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘ইংরেজি শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ফির টাকার জন্য শিক্ষার্থী, অভিভাবকদের চাপে ফেলেছে স্কুলগুলো। বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবকরা। উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে তাদের। করোনার প্রাদুর্ভাবে অভিভাবকরাও বিপর্যস্ত। এমন অবস্থায় সকলকে খেয়াল রাখতে হবে যাতে একটি শিশুও স্কুল থেকে ঝরে না পড়ে।’
স্কুল কর্তৃপক্ষকে ৫০ ভাগ ফি মওকুফের মধ্য দিয়ে মানবিকতা নিয়ে শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহব্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।