বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বৃক্ষের চারা রোপন কর্মকসুচী
কাউখালীতে বৃক্ষের চারা রোপন কর্মকসুচী
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা প্রশাসন ও খাসখালী রেন্জ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটির যেীথ আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচীর আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা শহিদ মিনার চত্বরে উদ্ভোধন করা হয়।
জম্মশত বার্ষিকী উপলক্ষে এক উদ্ভোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসুচীর উদ্ভোধন করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, খাসখালী রেন্জ অফিসার বিপুলেশ্বর দেবনাথ, কাউখালী থানার প্রতিনিধি এসআই মো. আব্দুস সবুর, কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক, কলমপতি বিট অফিসার মো. রেজাউল করিম, যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন, ঘাগড়া ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বার মো. শরীফ উদ্দিন, কাউখালী সদর স্খায়ী ব্যাবসায়ী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মো. মাইনুদ্দিন, ইউএনও অফিসের সিএ মো. কাজি আহসান উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধি ও সুফল ভোগীরা।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ বন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচীর আওতায় কাউখালী উপজেলা প্রশাসন ও খাসখালী রেন্জ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটির যৌথ আয়োজনে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নে মোট ২০ হজার ৩শত ২৫টি বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ,শোভাবর্ধনকারী,ভেশজ চারা অনুষ্টানের প্রধান অতিথি কতৃক সুফল ভোগীদের মাঝে প্রদান করা হয় এবং উপজেলা শহিদ মিনার চত্বরে চারা রোপন করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।