বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৪৬৯ : মৃত্যু-৭
রাঙামাটি জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৪৬৯ : মৃত্যু-৭
নির্মল বড়ুয়া মিলন :: বৈশ্বিক মহামারী করোনার থাবা যেন থামছেনা। বিশ্বের প্রায় প্রতিটি দেশ করোনায় কবলিত। বাংলাদেশ ও এর বাইরে নয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। মৃত্যু হয়েছে ৩ হাজারের অধিক। দেশের প্রতিটি জেলায় করোনারোগী শনাক্ত হয়েছে। দেশের কোন কোন স্থানে এখনো চলছে কঠোর লকডাউন। আবার কোনকোন স্থানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন কাজ। দেশ বিদেশের বিশেষজ্ঞমহল রাতদিন এক করেছেন করোনা প্রতিরোধরক বা প্রতিষেধক আবিষ্কার করে মানবজাতিকে এই মহামারী থেকে মুক্ত করার কাজে। স্বাস্থ্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রতিরোধ কৌশল হিসেবে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। পুরো পৃথিবীর মানবজাতি করোনা ভাইরাসের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে। পার্বত্য জেলা রাঙামাটিতেও একই যুদ্ধ। করোনা ভাইরাস প্রতিহত করে করোনা পরবর্তী জীবনে বেচে থাকার যুদ্ধ করছে রাঙামাটি পার্বত্য জেলাবাসী। ৩ মাস সাধারন ছুটি শেষ হওয়ার পর গত ৩১ মে কার্যক্রম শুরু হলেও করোনার কারণে আজও স্বাভাবিক হয়নি জনজীবন। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা, যোগ হচ্ছে মৃত্যু। আজ ১৬ জুলাই এ জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪৬৯।
জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৫০১ জন। হোম কোরেন্টাইনে ২২৬০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩৩২১জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮০ জন। আইসোলেশনে রয়েছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৪০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
এ পর্যন্ত ২৫২৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৪২১ জনের, রিপোর্ট অপেক্ষমান আছে ১০৬ জনের বিষয়টি সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এদিকে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে রাঙামাটি মেডিকেল কলেজের নীচ তলায়। রাঙামাটি মেডিকেল কলেজের করোনারী কেয়ার ইউনিট ভবন সংস্কার করে পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। সরোজমিনে দেখা গেছে, যন্ত্রপাতি স্থাপন করে ল্যাবে করোনা পরীক্ষার প্রস্তুত করিতে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজে নির্মানাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ১৪ জুলাই মঙ্গলবার রাঙামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকরা হলেন মো. আব্দুল আজিজ (৩৭) ও মো. আনোয়ার হোসেন (৩৫)।
মেডিকেল কলেজ হাসপাতালের মূল দরজার সংলগ্ন নির্মানাধীন পিসিআর ল্যাব স্থাপনের জন্য একদল শ্রমিক বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন। এ সময় তারা মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করার সময় হঠাৎ দু’জন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।