শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল বিচ্ছিন্ন
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল বিচ্ছিন্ন
চাটমোহর প্রতিনিধি :: (১২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৪০মিঃ) পাবনার চাটমোহর রেলস্টেশনে দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুতযান এক্সপেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ ১২ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর আড়াই টার দিকে চাটমোহর স্টেশনের পশ্চিম পাশের রেলক্রসিংয়ে এঘটনা ঘটে৷ তবে এঘটনায় কোন আহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
চাটমোহর রেলস্টেশন মাষ্টার মহিউল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুতযান এক্সপেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা বিলম্বে চাটমোহর স্টেশনে ঢুকতে ছিল ৷ এসময় স্টেশনের ঢোকার পূর্ব মূহুর্তে ১’শ গজ পশ্চিমে রেলক্রসিয়ে ট্রেনের মিডেল পয়েন্টের একটি বগির চাকার শকাপ ভেঙ্গে যায়৷ এসময় ট্রেনের চালক ট্রেন লাইচ্যুতর বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলেন৷ এসময় যাত্রীরা আতংকে তাড়াহুরো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হন৷
তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগে অবহিত করা হয়েছে৷ সেখান থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্য পরিচালনা করছেন৷ কত সময় নাগাত ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা তিনি বলতে পারেননি৷