শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » বানভাসি মানুষকে বাঁচান, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বানভাসি মানুষকে বাঁচান, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার ১৮ জুলাই গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লক্ষ লক্ষ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায়-সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুন হাহাকার দেখা দিয়েছে। মহামারী মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও তাতে দুর্ভোগ কমেনি। ইতিমধ্যে দেশের মধ্যাঞ্চলের ১৫/১৬টি জেলা বন্যা কবলিত হওয়ায় নতুন করে পঞ্চাশ লক্ষাধিক পরিবার চরম অসহায় অবস্থায় নিপতিত হয়েছে। এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তি কেবল বেড়েই চলেছে।
তিনি উল্লেখ করেন বন্যা দুর্যোগের মধ্যে কোন কান জেলায় নদী ভাংগনের কারণে হাজার হাজার মানুষকে সর্বস্ব হারাতে হচ্ছে। তিনি উল্লেখ করেন গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ব্রাক্ষèনবাড়িয়া, নেত্রকোনা, শরিয়তপুরসহ অধিকাংশ বন্যা দুর্গত জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের কাছে খাদ্য, ত্রাণ সামগ্রী, নগদ অর্থ প্রভৃতি কিছুই পৗঁছেনি। লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে-অনাহারে দিন পার করছ। বন্যায় ফসলহানির কারণে আগামীদিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন এই পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।
তিনি নিঃস্ব বানভাসি কোটি পরিবার রক্ষায় জরুরী ভিত্তিতে খাদ্য, ঔষধ, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছাতে সর্বাত্মক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। নদীভাংগন রোধে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেবারও তিনি দাবি জানান।
রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, অন্য অনেক বুদ্ধিজীবীর মত তিনি নিরপেক্ষ থাকার ভান করেননি। তিনি তার মতামত স্পষ্টভাবে বলতেই পছন্দ করতেন। গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার ব্যাপারে তিনি বরাবর সোচ্চার ছিলেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে তিনি উচ্চকন্ঠ ছিলেন। তিনি ছিলেন জ্ঞানপিপাসু, বিনয়ী, অমায়িক ও উদারমনের মানুষ। ঢাকা বিশ^বিদ্যালয় পরিবারের তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে তিনি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-ছাত্রী ও অনুসারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে গতকাল মৃত্যুবরণকারী দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও সংগঠক অধ্যাপক আলী আজগরের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তার মৃত্যুতে দেশের বিজ্ঞান চর্চায় অপূরণীয় ক্ষতি হন। বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। তরুণদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধিৎসু জাগিয়ে তুলতে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তিনি দেশে বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
বিবৃতিতে তিনি অধ্যাপক আলী আজগরের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।