শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে সিলেটে মানববন্ধন
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ৫০ ভাগ ফি মওকুফের দাবিতে সিলেটে মানববন্ধন
সিলেট প্রতিনিধি :: সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের’ উদ্যোগে সিলেটের আনন্দ নিকেতন, গ্রামার স্কুল, রাইজ, স্কলার্স হোম, বিবিআইএসসি ও খাজাঞ্চিবাড়িসহ সকল প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০ ভাগ ফি মওকুফের দাবীতে আজ শনিবার ১৮ জুলাই দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধন পালিত হয়েছে।
সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও আইনজীবী আব্দুল মুকিত অপির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর ও খালেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা কালীন এই কঠিন সময়ে সিলেট নগরীর আনন্দ নিকেতন, গ্রামার, রাইজ, স্কলার্স হোম, বিবিআইএসসি ও খাজাঞ্চিবাড়িসহ সকল ইংলিশ মিডিয়াম এবং বেসরকারি অন্যান্য স্কুলে টিউশন ফি ৫০% কমানো হোক মানবিক দিক বিবেচনা করে। এছাড়াও পুন:ভর্তি ফি মওকুফ করাও দাবি জানান বক্তারা।