শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » অস্ত্রসহ ইউপিডিএফের সোর্স গ্রেফতার শীর্ষক খবরের প্রতিবাদ
অস্ত্রসহ ইউপিডিএফের সোর্স গ্রেফতার শীর্ষক খবরের প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ শনিবার ১৮ জুলাই এক বিবৃতিতে কিছু অনলাইন নিউজ পোর্টালে ‘খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের বাঙালি সোর্স গ্রেফতার’ শীর্ষক খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, খবরটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে তিনি বলেন, পানছড়ির এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৩০) নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে ইউপিডিএফের দূরতমও কোন সম্পর্ক নেই। সুতরাং সে ইউপিডএফের সোর্স হওয়ার কোন প্রশ্নই উঠে না।
কাউকে গ্রেফতার করার পর তাকে ইউপিডিএফের সাথে জড়ানো আইন-শৃঙ্খলা বাহিনীর নেশা ও নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে বলে বিবৃতিতে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।