শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » ওসি কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনে অপরাধ দমনে অভিযান শুরু
ওসি কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনে অপরাধ দমনে অভিযান শুরু
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনে অপরাধ দমনে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করেছে। থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলামের নেতৃত্বে পূর্ব সুন্দরবনে দিনভর এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী সুন্দরবনের আমুরবুনিয়া ও গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় পুলিশের একটি স্বশস্ত্র টিম গহীন অরন্যে প্রবেশ করে বেশ কিছু এলাকা পর্যবেক্ষন ও অভিযান চালায় চালায়। কথা বলেন বনরক্ষায় নিয়োজিত ফাঁড়ির কর্মকর্তা ও বনরক্ষীদের সাথে।
অভিযানকালে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ছিলেন এসআই সুফল ,এস আই মামুন , এসআই দীপংকর, এসআই তানিম ,এএসআই মনোয়ার হোসেন সহ স্বশস্ত্র পুলিশ টিম ।
থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, আই জি পি মহোদ্বয়ের নির্দেশ ক্রমে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে এ অভিযান চলছে এবং আগামী দিনে কেন্দ্র ঘোষিত দস্যু দমন এ অভিযান অব্যাহত থাকবে।
কোস্টগার্ডের অভিযানে ৪০০ গ্রাম গাজা সহ ব্যবসায়ী আটক
বাগেরহাট :: বাগেরহাটের মোংলা কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময়খুলনা জেলার দাকোপ থানার অধিনস্থ পানখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত ব্যক্তি হলেন, মো : অপু শেখ (২৫), পিতা : মোঃ নুর ইসলাম শেখ, গ্রাম : চালনা বাজার, থানা : দাকোপ, জেলা : খুলনা।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে : কমান্ডার ইমতিয়াজ আলম জানান,কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।