রবিবার ● ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » বৌদ্ধ পল্লীর সড়ক সংস্কার করে দিয়েছে উখিয়ায় হেলাল
বৌদ্ধ পল্লীর সড়ক সংস্কার করে দিয়েছে উখিয়ায় হেলাল
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় নিজস্ব অর্থায়নে বৌদ্ধ পল্লীর গ্রামীণ সড়ক সংস্কার করলেন হেলাল উদ্দিন নামে এক যুবক।
জানা গেছে, শৈলেরডেবা গ্রামের বৌদ্ধ মন্দিরে যাতায়তের একমাত্র গ্রামীণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচল অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি নজরে এলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন হেলাল উদ্দিন। সে কুতুপালং এলাকার বাসিন্দা বখতিয়ার আহমদের ছেলে।
সড়ক সংস্কারকালীন হেলাল বলেন, চলাচলের অনুপযোগী হয়ে পড়া গ্রামীণ সড়কটির ইতিমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। এটির কাজ শুরু হতে আরো মাস-দেড়ক সময় লাগবে। কিন্তু বর্ষায় সড়কটি কাদাপূর্ণ হয়ে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তাই প্রাথমিক পর্যায়ে “দীর্ঘ ৪ শত ফুট সড়কটি ইট ও বালু দিয়ে সলিং করা হয়েছে। অন্তত বর্ষা মৌসুমটা পর্যন্ত স্থানীয় লোকজন হাটা চলা করতে পারে।
দূর্ভোগে থাকা শৈলেরডেবা গ্রামরে সুশীল বড়ুয়া বলেন, গ্রামীণ এ সড়কটি বৌদ্ধ মন্দিরের পূণ্যার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয়দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটা কিন্তু সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত।
উখিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত নামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৯ জুলাই রবিবার সকালে জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ বীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা মেরিন ড্রাইভ বীচ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা চলছে।