মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » গুনীজন » আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন বাবুল আর নেই
আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন বাবুল আর নেই
রাঙামাটি :: রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী মুহাম্মদ জসিম উদ্দীন(বাবুল) চট্টগ্রাম মেডিকেল হাসাপতালে রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলে এক কন্যা পরিবার নিয়ে রাঙামাটি কাঠালতলীতে ভাড়া বাসায় থাকতেন। তার মুত্যুতে জেলা আওয়ামীলীগের অংগ সংগঠন শোকবার্তা জানিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি বায়তুল শরফ মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় । দ্বিতীয় জানাযা আনোয়ারা থানার মাহাতা গ্রামের কাজিবাড়ীর পারিববারিক কবরস্থানে দাফন করা হয়।
বাবুলের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ারা’র শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কে,এম জসিম উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন ( ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃতুত্যে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।
শোক বার্তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান জানান, জসিম ভাই ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী । এই জেলার সকল সম্প্রদায়ের গণমানুষের সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যু এ জেলার মানুষের জন্য এক অপূরনীয় ক্ষতি। জনসেবা ও সমাজের উন্নয়নে তাঁর অবদান এখানকার মানুষ চিরজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
সূত্রে জানা যায়, গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সোমবার (২০ জুলাই) রাত ৮:৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।