বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ব্যবসায়ী ফারুকের করোনা জয়
বিশ্বনাথে ব্যবসায়ী ফারুকের করোনা জয়
বিশ্বনাথ প্রতিনিধি :: স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ২১ দিন আইসোলেশনে থেকে করোনা মুক্ত হয়েছেন বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী, রামপাশা ইউনিয়নের বিশ্বনাথের গাঁও গ্রামের বাসিন্দা এনাম আহমদ ফারুক। আজ মঙ্গলবার দুপুরে তাকে সুস্থ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। গেল ২৯ জুন উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষায় দিলে পরদিন ৩০ জুন কোভিড-১৯ শনাক্ত হয় তার। এরপর থেকেই নিজ বাড়ীতে আইসোলেশনে ছিলেন তিনি। গত ১৪ দিন পর্যন্ত কোভিড-১৯ এর ফের কোন উপসর্গ দেখা না দেয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়।
ফারুক আহমদ জানান, দয়াময়ের অশেষ শুকরিয়া। তিনি সকলের দোয়ায় আমাকে সুস্থতা দান করেছেন। সেই সাথে যে সকল বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন সাহস-মনোবল যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশ্বনাথে বিকাশে প্রতারণার শিকার প্রবাসীর স্ত্রী
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা (উত্তর) গ্রামের দুবাই প্রবাসী আব্দুস শহিদের স্ত্রী রুজিনা বেগম। ডায়েরী নং- ৭৭৩।
সাধারণ ডায়েরীতে রুজিনা বেগম উল্লেখ করেন, তার স্বামী আব্দুস শহিদ বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে রুজিনাকে তার স্বামীর ইমু নাম্বার থেকে অজ্ঞাতনামা একজন কল করে জানায় তার স্বামী দুবাইতে সিআইডি’র হাতে আটক রয়েছেন। তাই তাকে মুক্ত করতে হলে ৩০ মিনিটের মধ্যে ৪৫ হাজার টাকা দিতে হবে। স্বামীর নাম্বার থেকে কল আসায় সরল বিশ্বাসে তাৎক্ষণিকভাবে ওই অজ্ঞাতনামা লোকের কথা মতো স্থানীয় পনাউল্লাহ বাজারস্থ একটি বিকাশের দোকান হতে ০১৭২৬-৪২৯৯৭৯ নাম্বারে ৪২হাজার টাকা বিকাশ করেন রুজিনা বেগম। পরবর্তীতে তার স্বামী ফোন দিলে তিনি জানতে পারেন তার স্বামীর ইমু নাম্বার কে বা কারা ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।